Tag Archives: assign

হার্ড ড্রাইভ হাইড করুন রেজিস্ট্রি পরিবর্তন ছাড়াই


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমরা অনেক সময় হার্ড ডিস্ক লক করতে চাই কিন্তু সেটা অনেক ঝামেলা করে করতে হয় এবং হাইড করতে গেলেও দেখা যায় রেজিস্ট্রি পরিবর্তন করে করতে হয়। আজকে আপনাদের দেখাব খুব সহজেই কিভাবে মাত্র কয়েকটা কমান্ড এর মাধ্যমে ড্রাইভ হাইড করতে হয়।

প্রথম ধাপঃ  প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করেন তারপর রান (Start+r) তারপর টাইপ করুন “diskpart” দেন এন্টার  ( কোন কোটেশন থাকবে না )

run

দ্বিতীয় ধাপঃ  তারপর টাইপ করুন “list volume” ( কোন কোটেশন থাকবে না )

list volume

তৃতীয় ধাপঃ তারপর আপনি কোন ড্রাইভ হাইড করতে চান সেটা কমান্ড করুন এভাবে “select volume 2” (কোন কোটেশন থাকবে না)

select volume

৪র্থ ধাপঃ তারপর টাইপ করুন “remove letter D” (কোন কোটেশন থাকবে না) তাহলে এফ ড্রাইভ হাইড হয়ে যাবে ।

select volume2

বাস আপনার কাজ শেষ এবার দেখেন ড্রাইভ আছে কিনা  😀  নাই??এবার তাহলে আমাদের হাইড করা ড্রাইভ ফিরাই আনতে হবে নাকি?? আচ্ছা তাহলে আবার ধাপে ধাপে বর্ণনা দেই.

প্রথম ধাপঃ আগের মতই প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করেন তারপর রান (Start+r) তারপর টাইপ করুন “diskpart” দেন এন্টার (কোন কোটেশন থাকবে না)

দ্বিতীয় ধাপঃ আগের মতই টাইপ করুন “list volume” (কোন কোটেশন থাকবে না)

তৃতীয় ধাপঃ এবার আপনি কোন ড্রাইভ হাইড করছিলেন কমান্ডের মাধ্যমে ওই ড্রাইভ সিলেক্ট করুন আগের মতই মানে “select volume2” (কোন কোটেশন থাকবে না)

শেষ ধাপঃ এবার টাইপ করুন “assign letter D” (কোন কোটেশন থাকবে না) কাজ শেষ আমাদের এবার মাই কম্পিউটার এ গিয়া দেখুন ড্রাইভ চলে আসছে 😀

assign letter
assign letter

কেমন লাগলো ড্রাইভ হাইড করার সিস্টেম টা?? ভালো লাগলে অবশই জানাতে ভুলবেন না কমেন্ট এর মাধ্যমে … ধন্যবাদ পোস্ট পড়ার জন্য …

** কারো কোন প্রবলেম হলে অবশই জানাবেন ।